রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | শুটিং সেটে কোথায় অমিল শাহরুখ-সলমনের? আমিরের মতোই কি পাক্কা 'পারেফেকশনিস্ট' পুত্র জুনেইদ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ জুন ২০২৪ ১৫ : ৩০[DELETED]Rahul Majumder


সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


'পারেফেকশনিস্ট' জুনেইদ? 

সম্প্রতি এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আমির খানের বড় ছেলে জুনেইদ অভিনীত প্রথম ছবি 'মহারাজা'। যশ রজ সংস্থা প্রযোজিত এই ছবিতে আমির-পুত্রের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনেইদ জানান, তিনি মোটেই তাঁর বাবার মতো 'পারফেকশনিস্ট' নন। তাঁর কথায়, "প্রতিটি শিল্পী একটি নিজস্বতা থাকে। প্রত্যেকে তাঁর মতো করে আলাদা। এটুকুই বলব, আমি বাবার মতো নই। ওঁর আর আমার দৃষ্টিভঙ্গি আলাদা"।

শুটিং সেটে কোথায় অমিল শাহরুখ-সলমনের? 

বলিপাড়ায় অন্যতম পরিচিত মুখ গোবিন্দ সচদেব। 'ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি' ছবিতে শাহরুখের সঙ্গে যেমন কাজ করেছেন তেমন তাঁকে সলমনের সঙ্গে দেখা গিয়েছে 'ওয়ান্টেড' ছবিতে। এক সাক্ষাৎকারে গোবিন্দ জানালেন, শাহরুখের মতো কাজপাগল মানুষ তিনি আর দেখেননি। সবসময়ই কাজ নিয়ে দারুণ ব্যস্ত থাকেন তিনি। তাঁর উপর স্বভাবেও খনিক ছটফটে। শুটিংয়ের এক শিফট শেষ করেই চেন্নাই উড়ে যাচ্ছেন। কয়েক ঘন্টা পর ফিরেই আবার শুট শুরু করছেন 'বাদশা'।
অন্যদিকে সলমন নাকি বেশ শান্ত। গোবিন্দ সচদেব জানান, খুব একটা আড্ডাবাজ নন সলমন। নিজের কাজটুকু নিয়ে ব্যস্ত থাকেন। সেটে হই হট্টগোল করেন না। মাঝেমধ্যে সহ শিল্পীদের সঙ্গে হয়তো একটু আড্ডা মারলেন।‌ ব্যস! কখনও তাড়াহুড়ো করেন না 'টাইগার', দাবি বর্ষীয়ান অভিনেতার।

রণবীরের পাশে দাঁড়ালেন নওয়াজ

সময়টা মোটেই দারুণ যাচ্ছে না রণবীর সিং-এর। পরপর ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। হাতছাড়া হয়েছে একাধিক ছবিও। সম্প্রতি বলি-অভিনেতা প্রশান্ত নায়ায়ণন রণবীরের অভিনয়ের ধরন নিয়ে একটি অভিযোগ এনেছেন। তাঁর দাবি, খুব একটা দড়ের অভিনেতা নন রণবীর সিং। আরও জানান, 'মেথড অ্যাক্টিং' বলে যে নিজের অভিনয়ের ধরনটিকে দেগে দিয়েছেন রণবীর, তা নাকি পুরোপুরি ভুয়ো। এবার প্রশান্তকে একহাত নিলেন নওয়াজ। স্পষ্টভাবে জানালেন, তিনি নিজেও একজন 'মেথড অ্যাক্টর' তাই জানেন একটি চরিত্র আত্মস্থ করতে গেলে কতটা পরিশ্রম হয়। এরপর সেই চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কী কী করতে হয় তা তাঁর ভাল ভাবে জানা আছে। রণবীরও যে যথেষ্ট পরিশ্রম করেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। বরং যে অভিনেতা এই অভিযোগ এনেছেন, তিনি এখন কী কাজ করছেন? তাঁর হাতে কি আদৌ কোনও কাজ রয়েছে, খোঁচা দিয়ে প্রশ্ন তোলেন নওয়াজ।




নানান খবর

নানান খবর

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

শ্বাসকষ্টে গিয়েছিলেন হাসপাতালে, বাড়ি ফিরলেন ‘ভালবাসায় ডুবে’ — এখন কেমন আছেন সৃজিত?

সিরিয়ালের ভবিষ্যৎ এখন টিআরপি-র হিসেবনিকেশের দখলে, তার রেশ কতটা পড়ছে চিত্রনাট্যকারদের উপরে?

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

Ramayana 2: সীতা বন্দি, নতুন রূপে রাম - রামায়ণের দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে গল্পের ছন্দ? কবে থেকে শুরু শুটিং?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা? 

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

সোশ্যাল মিডিয়া